ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হুমায়ুন আহমেদের ৭০ তম জন্মবার্ষিকী আজ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪১, ১৩ নভেম্বর ২০১৮

হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। কিংবদন্তি এই সাহিত্যিকের ৭০তম জন্মবার্ষিকী আজ। হিমু, শুভ্র, মিসির আলীর মতো বিস্ময়কর চরিত্রের স্রষ্টা তিনি। নতুন পাঠক সৃষ্টিতেও হুমায়ুন আহমেদ রেখেছেন অসামান্য অবদান। জন্মদিনে তাকে নানা আনুষ্ঠানিকতায় তাকে স্মরণ করছে ভক্ত অনুরাগীরা।

এমন সুরে বর্ষা এলেও তা আর অবলোকন করা হয় না নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের। নুহাস পল্লীর বৃষ্টি কিংবা দখিনা হাওয়া-কোথাও নেই বাংলা সাহিত্যের অন্যতম সফল এই ঔপন্যাসিক।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় নানাবাড়িতে জন্ম হুমায়ুন আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতা দিয়ে জীবন শুরু করা হুমায়ুন আহমেদ পরবর্তিতে বেছে নেন সাহিত্য চর্চা। একের পর এক লিখেছেন কালজয়ী উপন্যাস। সেই সাথে সৃষ্টি করেছেন রহস্যময় চরিত্র। অসংখ্য নাটকের পাশাপাশি নির্মাণ করেছেন চলচ্চিত্র।

ভক্ত- অনুরাগীরা বলছেন, প্রতিভাবান এই লেখক পৃথিবী থেকে চলে গেলেও, অবিনশ্বর হয়ে আছেন পাঠক হৃদয়ে।

বরেণ্য এই সাহিত্যিকের বেশ কিছু অপ্রকাশিত গ্রন্থ পাঠকের কাছে নিয়ে আসার কাজ চলছে বলেও জানালেন এই প্রকাশক।

বাংলা সাহিত্য হুমায়ুন আহমেদকে অনন্তকাল স্মরণ করবে বলে মনে করেন তার সহধর্মিণী।

হুমায়ুন আহমেদের সৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।

ভক্ত-পাঠকদের কাঁদিয়ে ২০১২ সালের ১৯শে জুলাই অনন্তলোকে পাড়ি জমান হুমায়ুন আহমেদ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি